অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন যেভাবে

অনলাইনে আয়কর রিটার্ন

অনলাইনে আয়কর রিটার্ন ফরম পূরণ এবং ফাইল করবেন কীভাবে? নিজেই ফাইল করুন নিজের আয়কর রিটার্ন -জেনে নিন সহজ পদ্ধতি

আয়কর রিটার্ন কি ?
আয়কর কর্তৃপক্ষের নিকট বাৎসরিক আয়ের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। আয়কর আইন অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড কতৃর্ক নির্ধারিত ফরমে আয়কর রিটার্ন দাখিল করতে হয়।

আয়কর রিটার্ন ফরম পূরণ এর নিয়মাবলি:

• প্রথমে জাতীয় রাজস্ব বোর্ডের web page: www.nbr.gov.bd এ যেতে হবে।
• ওয়েবসাইটের বিভিন্ন অপশন হতে ”Form” এ গিয়ে “Income Tax” এ যেতে হবে।
• নতুন পেজ থেকে বাংলা বা ইংরেজি যেকোনো ভাষায় করদাতার প্রয়োজন মতো ফাইল ডাউনলোড দিতে হবে। মনে রাখতে হবে সবার জন্য স্বীকারপত্র/প্রত্যয়ন পত্র আইটি ১১(ছ)-২০২৩ ডাউনলোড করা জরুরি।
• যাদের আয় কেবলমাত্র ৫ লাখ টাকার নিচে কিংবা সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার কম সেই সকল করদাতারা এক পৃষ্ঠার রিটার্ন ফরম আইটি ঘ-২০২৩ এ আয়কর বিবরণী জমা দিতে পারবেন।

আয়কর রিটার্ন ফরম পূরণের জন্য প্রয়োজনীয় টিআইএন নম্বর নেয়ার নিয়মাবলি
আয়কর আয়কর রিটার্ন ফরম পূরণের জন্য ই- টিআইএন নম্বর জরুরি। ই-টিআইএন মানে ইলেকট্রনকি ট্যাক্স আইডেনটিফিকেশন নাম্বার, এটি আয়কর নিবন্ধনের আধুনিক সংস্করন। এটি ১২ ডিজিটের ১টি নম্বর। একজন করদাতাকে সহজে, ঘরেবসে অনলাইনে নিবন্ধন পেতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিয়মাবলি:
• জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট থেকে টিআইএন ফরম ডাউন লোড করা যায়। সার্কেল অফিস থেকে বিনামূল্যে এটি সংগ্রহ করা যায়। টিআইএন ফরম এর ফটোকপি গ্রহণ যোগ্য।
• টিআইএন পেতে বাংলাদেশী নাগরিকগণের জাতীয় পরিচয় পত্র/পাসপোর্টে্র ফটোকপি প্রয়োজন হয়।
• টিআইএন এর জন্য আলাদা কোন ফি নাই।
• অনলাইনে সকল তথ্য প্রদানের মাধ্যমে সাথে সাথে ইটিআইএন সনদ পাওয়া যায়।

ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার নিয়মাবলি:

• অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য বাংলাদেশের কর প্রশাসন কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন সংক্রান্ত আবশ্যিক ফরম ডাউনলোড করে নিতে হবে।
• এরপর সেই ফরম পূরণ করে আপনার অনলাইনের ইনকাম ট্যাক্স পোর্টালে লগইন করে আপলোড করতে হবে।
• সাধারণত, আপনার জন্য প্রযোজ্য প্রক্রিয়া সহায়ক ওয়েবসাইটে প্রদর্শিত থাকবে।
• তারপর সরকারি নিরাপত্তা দফতর থেকে অনুমোদন পেলে আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে সম্প্রতি প্রয়োজনীয় ট্যাক্স প্রদান করতে পারবেন।

লিখেছেন : নাজমুন নাহার মিশু
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস