রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন আফসার উদ্দিন খাঁন

অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন চাঁদপুরের কৃতি সন্তান মোঃ আফসার উদ্দিন খাঁন।। বিগত ২০২৩ সালে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে উত্তম পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করায় পুলিশ সপ্তাহ -২০২৪-এ তিনি এ পদক লাভ করেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি, ২০২৪) রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ সম্মানসূচক পদক পরিয়ে দেন।

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততার জন্য প্রশংসিত হওয়া বিসিএস ৩৩ ব্যাচের এ পুলিশ কর্মকর্তা  ২০১৪ সালে কর্ম জীবন শুরু করেন।

মোঃ আফসার উদ্দিন খাঁন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বিরামপুর বাজারে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আফসার উদ্দিন খাঁন জানান,
অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে “রাষ্ট্রপতি পুলিশ পদক -পিপিএম-(সাহসিকতা)”পরিয়ে দিচ্ছেন । সিনিয়র সকল স্যার, সহকর্মীবৃন্দ, আমার পরিবার ও সকল শুভানুধ্যায়ীদের প্রতি তাঁদের নিরন্তর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।