শেষ কর্মদিবসে ডিএসইতে সূচক ও লেনদেনের উত্থান

শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস মূল্য সূচকের উথানে শেষ হয়েছে । পাশাপাশি গেল কর্মদিবসেরতুলনায় লেনদেন অনেকটাই বেড়েছে।

আজ ডিএসইতে ৮৬২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতদিন ৭৬৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বৃহস্প্রতিবার (২২ ফেব্রুয়ারি) ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯৯ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৯৭ টির, কমেছে ১৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টির। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৩ পয়েন্টে এসেছে।

তাছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৭৫ পয়েন্ট বেড়েছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩৬০ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।