ব্লকে ৩ কোম্পানির ২২ কোটি টাকা লেনদেন

ব্লক মার্কেট

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫টি কোম্পানির মোট ২২ কোটি ৯৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি গ্রামীণফোনের ৪ কোটি ৪২ লাখ ৩৬ হাজার, দ্বিতীয় স্থানে বিকন ফার্মার ৩ কোটি ৬৩ লাখ ৫৭ হাজার এবং তৃতীয় স্থানে স্কয়ার ফার্মার ২ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপরদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাটা সু‘ র ১ কোটি ৬০ লাখ, এমবি ফার্মার ১ কোটি ১৬ লাখ ৫৫ হাজার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৫ লাখ ৬০ হাজার, বেক্সিমকোর ১ লাখ ৫ লাখ ১ হাজার, বিডি কম অনলাইনের ৮০ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭৮ লাখ ৮৮ হাজার এবং আইটি কনসালটান্টসের ৭২ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।