সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন ছাড়াল ১ হাজার কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। আজ শুরুর ৩ ঘন্টায় লেনদেন ছাড়িয়েছে ১ হাজার কোটি টাকা। বৃদ্ধি পেয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩৪টির, কমেছে ৩০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৮৪২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৬৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১০ টির, দর কমেছে ৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১১ কোটি ১৭ লাখ ২৯ হাজার ৯১০ টাকা।