ইমাম বাটনের অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা

ইমাম বাটন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন লিমিটেড অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকের (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) ফলাফলের উপর ভিত্তি করে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আলোচিত সময়ের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

সোমবার (২৯ জানুয়ারি, ২০২৪) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। গত বছর একই সময়ে ১৯ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে  (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে ৩৮ পয়সা লোকসান হয়েছিল।

ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২০ ফেব্রুয়ারি রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।