মেট্রোরেলের সব স্টেশন চালু

মেট্রোরেলের ভাড়ার তালিকা

দুটি বাদে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সব স্টেশনই খুলে দেওয়া হয়েছিল। বাকি ছিল কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন। এবার সে দুটিও খুলেছে।

রবিবার (৩১ ডিসেম্বর) সকালে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে মেট্রোরেলের এ দুটি স্টেশন। সকাল সাড়ে ৭টা থেকে এই দুই স্টেশনে মেট্রোরেল থামছে।

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না। এ অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল খোলা থাকবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেছেন, পরবর্তীতে পর্যায়ক্রমে মেট্রোরেল চলাচলের সময়সূচি বাড়ানো হবে।

এদিকে ৩১ ডিসেম্বর থার্টি ফাস্ট নাইট ও ইংরেজি নতুন বছর উপলক্ষে মেট্রোরেলের রুট অ্যালাইনমেন্টের এক কিলোমিটারের মধ্যে ফানুস না ওড়াতে নগরবাসীর প্রতি অনুরোধ করেছেন তিনি।