গেল সপ্তাহে দর বাড়ার শীর্ষে যারা

দর বাড়ার শীর্ষে

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৪৩টির দর বেড়েছে, ১২০টির দর কমেছে, ২১৫টির দর অপরিবর্তিত ছিল এবং ২৬টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে ফু-ওয়াং সিরামিকের। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৭.৫৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়২৪.৬৩ শতাংশ, ইভিন্স টেক্সটাইল ১৮.৮৭ শতাংশ, ইয়াকিন পলিমার ১৭.৯২ শতাংশ, প্যাসেফিক ডেনিমস ১৬.৫৪ শতাংশ, জিকিউ বলপেন ১৪.৯৯ শতাংশ, ঢাকা ডাইং ১৪.৮৬ শতাংশ, আজিজ পাইপ ১৪.৩১ শতাংশ, সেন্ট্রাল ফার্মা ১১.৮৪ শতাংশ এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোড ১০.১৪ শতাংশ।