দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৪টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার খান ব্রাদার্সের শেয়ার দর গেল কর্মদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ২৩.৫৬ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ। এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯.৮৬ শতাংশ। আর ৮.৮৬ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং।

তালিকায় থাকা কোম্পানিগুলো হলো- ইভিন্স টেক্সটাইল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, অলিম্পিক এক্সেসরিজ, লিগ্যাসি ফুটওয়্যার, ইয়াকিন পলিমার, এডিএন টেলিকম এবং মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।