শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে মিডল্যান্ড ব্যাংক-এর কম্বল প্রদান

মিডল্যান্ড ব্যাংক

দেশের বিস্তীর্ণ জনপদের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধোতা কর্মসুচীর (সিএসআর) এর আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫০০০ পিস কম্বল প্রদান করেছে।

বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর উদ্যোগে বিগত ১০ নভেম্বর ২০২২ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজীত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা, এম.পি. এর নিকট একটি নমুনা কম্বল হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর সম্মানিত পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম এবং পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আহসান খান চৌধুরী ।

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ইতিপূর্বে সামাজিক দায়বদ্ধোতা কর্মসুচীর (সিএসআর) এর আওতায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দেশের বিভিন্ন অঞ্চলের গৃহহীন অসহায় মানুষদের জন্য জমিসহ ঘরনির্মান প্রকল্পে (আশ্রয়ন প্রজেক্ট-২, পিএমও, ঢাকা) মিডল্যান্ড ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কর্মসুচীর (সিএসআর) আওতায় ১ (এক) কোটি টাকা আর্থিক অনুদান প্রদান করে।

ইতিপূর্বে ব্যাংক শিক্ষা ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধোতা কর্মসুচীর (সিএসআর) এর আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আর্থিক অনুদান প্রদান করে। এছাড়াও ব্যাংক বছর ব্যাপি সামাজিক দায়বদ্ধোতা কর্মসুচীর (সিএসআর) এর আওতায় বিভিন্ন সিএসআর কার্যক্রম পরিচালোনা করেছে।