ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ পেলো আইসিএমএবি অ্যাওয়ার্ড

দেশের শেয়ারবাজারে তালিকাভূক্ত প্রতিষ্ঠান ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডপেয়েছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২২’।
অ্যাগ্রো অ্যান্ড ফুড প্রসেসিং ক্যাটাগরিতে রৌপ্য অ্যাওয়ার্ড পেয়েছে কোম্পানিটি।

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ ছাড়াও আরও ৫২ কোম্পানিকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ১৭টি ক্যাটাগরিতে কোম্পানিগুলোকে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যাগ্রো অ্যান্ড ফুড প্রসেসিং ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ২য় (রৌপ্য) ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তৃতীয় (ব্রোঞ্জ) এসিআই ফর্মুলেশন লিমিটেড।

মঙ্গলবার (৭ নভেম্বর, ২০২৩) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কোম্পানিগুলোর প্রতিনিধিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড প্রোগ্রাম দ্য ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএমইবি) বার্ষিক আয়োজন। এর মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্র এবং জাতীয় অর্থনীতিতে অসামান্য অবদান, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটাইলাইজেশন, কর্পোরেট সুশাসন, তথ্যের গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতাসহ বেশকিছু মানদণ্ড বিবেচনায় নিয়ে ৫৩টি কোম্পানিকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।