সেনা কল্যাণ ইন্স্যুরেন্স পেলো আইসিএমএবি অ্যাওয়ার্ড

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

দেশের শেয়ারবাজারে তালিকাভূক্ত বীমা খাতের অন্যতম প্রতিষ্ঠান সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড পেয়েছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২২’। সাধারণ বীমা ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে কোম্পানিটি।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ছাড়াও আরও ৫২ কোম্পানিকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ১৭টি ক্যাটাগরিতে কোম্পানিগুলোকে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

সাধারণ বীমা ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ২য় (রৌপ্য) গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং যৌথভাবে তৃতীয় (ব্রোঞ্জ) সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।

মঙ্গলবার (৭ নভেম্বর, ২০২৩) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কোম্পানিগুলোর প্রতিনিধিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শফিক শামীম পিএসসি (অবঃ) ও কোম্পানি সেক্রেটারি এম.এম.সাজেদুল ইসলাম এফসিএস এর হাতে এই সম্মাননা সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি।

বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড প্রোগ্রাম দ্য ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএমইবি) বার্ষিক আয়োজন। এর মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্র এবং জাতীয় অর্থনীতিতে অসামান্য অবদান, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটাইলাইজেশন, কর্পোরেট সুশাসন, তথ্যের গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতাসহ বেশকিছু মানদণ্ড বিবেচনায় নিয়ে ৫৩টি কোম্পানিকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।