শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির ২৮ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে বিডিকম অনলাইন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৪১ লাখ ৭১ হাজার টাকা। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে ফু-ওয়াং ফুড । কোম্পানিটি ১৮ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: খান ব্রাদার্স, জেমিনি সি ফুড, ক্রিস্টাল ইন্সুরেন্স, প্রভাতী ইন্সুরেন্স, কর্ণফূলী ইন্সুরেন্স, সোনালী পেপার এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।