দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দর বাড়ার শীর্ষে রয়েছে অ্যারামিট সিমেন্ট লিমিটেড। বুধবার শেয়ারটির দর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ৮১০ বারে ৪ লাখ ৭৯ হাজার ৬৩৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা। দর বাড়ার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১১ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১২৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

দর বাড়ার তালিকার তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ২ টাকা বা ৯.৮৫ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে:- দেশ জেনারের ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, মুন্নু অ্যাগ্রো জেনারেল মেশিনারিজ, জিকিউ বলপেন ও জেমিনি সী ফুড লিমিটেড।