পাকিস্তানের সাবেক অধিনায়কের ১২ বছরের দণ্ড

খালিদ লতিফ, এশিয়ান গেমসের ২০১০ আসরের পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটারকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে নেদারল্যান্ডসের একটি আদালত। দেশটির চরমপন্থি নেতা গির্ট ওয়াইল্ডার্সকে হত্যার হুমকি দেওয়ায় গত সোমবার (১১ সেপ্টেম্বর, ২০২৩) এই রায় ঘোষণা করা হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ এই তথ্য নিশ্চিত করেছে।

তারা এক প্রতিবেদনে বলছে, ওয়াইল্ডার্স হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্রের একটি প্রতিযোগিতা করতে চেয়েছিলেন। ওই ঘটনায় ওয়াইল্ডার্সের মাথা কেটে এনে দিতে পারলে ২১ হাজার ইউরো পুরস্কার ঘোষণা করেছিলেন ৩৭ বছর বয়সী লতিফ। তবে পরবর্তীতে সেই পরিকল্পনা থেকে সরে আসেন ওয়াইল্ডার্স।

লতিফের নেতৃত্বে ২০০৪ সালে বাংলাদেশে আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

ধর্মীয় অনুভূতিতে আঘাত পাওয়ায় ওয়াইল্ডার্সের বিরুদ্ধে লতিফ এমন ক্ষুব্ধ আচরণ করেন বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। ওই প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেওয়ার পর নেদারল্যান্ডসের রাজনীতিবিদ, স্থানীয় মিডিয়া এবং সাধারণ নাগরিকরা এই বিষয়টিকে মুসলমানদের বিরুদ্ধাচারণ বলে নিন্দা জানান।