দর বাড়ার শীর্ষে যারা

দর বাড়ার শীর্ষে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৯০টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩৩ টাকা ৪০পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৬ টাকা ৭০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বড়েছে। এতে করে মিরাকল ইন্ডাস্ট্রিজ শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: লিগ্যাসি ফুটওয়্যার ৫.৮৩ শতাংশ, জেমিনি সি ফুড ৫.৪৬ শতাংশ, আরামিট সিমেন্ট ৪.৮২ শতাংশ, চাটার্ড লাইফ ইন্সুরেন্স ৪.৪০ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট ৪.৩৭ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্স ৪.১২ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্স ৩.৬৪ শতাংশ, আজিজ পাইপস ৩.৬১ শতাংশ এবং ইউনিয়ন ক্যাপিটাল ৩.৫৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।