৩৫ হাজার কোটি টাকা ঋণ পাবেন কৃষকরা

নিজস্ব প্রতিবেদক: কৃষি উৎপাদন বাড়াতে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৩৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৬ আগস্ট) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই নীতিমালা ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ. কে. এম. সাজেদুর রহমান খান।

তিনি বলেন, সরকারের কৃষিবান্ধব নীতির সঙ্গে সঙ্গতি রেখে টেকসই উন্নয়নে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি ও সুস্বাস্থ্য অর্জনে এই নীতিমালা ঘোষণা করা হয়েছে।

চলতি অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা আগের বছরের চেয়ে ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি। ২০২২-২০২৩ অর্থবছরে ৩০ হাজার ৮১১ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছর রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের জন্য ১২ হাজার ৩০ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি ব্যাংকের জন্য ২২ হাজার ৯৭০ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান সাজেদুর রহমান।