দর কমেছে যেসব কোম্পানির

দরপতনের শীর্ষে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৪টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৩ টাকা ২০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১১ টাকা ৯০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৮৪ শতাংশ কমেছে। এতে করে সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: প্রগতি লাইফ ইন্সুরেন্স ৬.৪০ শতাংশ, আজিজ পাইপস ৪.৭১ শতাংশ, জেএমআই হসপিটাল ৪.০৬ শতাংশ, জেনেক্স ইনফোসিস ৩.৫৯ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যাল ৩.৫৮ শতাংশ, ইনট্রাকো রিফিউলিংয় ৩.৫৩ শতাংশ, আরডি ফুড ৩.৪৮ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্স ৩.৩৮ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মা ৩.৩০ শতাংশ শেয়ার দর কমেছে।