দর বাড়ার শীর্ষে যারা

দর বাড়ার শীর্ষে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৬টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৪৪ টাকা ৪০পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৮ টাকা ৮০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৯০ শতাংশ বড়েছে। এতে করে ক্রিস্টাল ইন্সুরেন্স শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ইয়াকিন পলিমার ৯.৮৫ শতাংশ, বেঙ্গল উইন্ডস্বর ৯.৮১ শতাংশ, জনতা ইন্সুরেন্স ৮.৮৯ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্স ৮.৮৭ শতাংশ, ওয়াইম্যাক্স ৮.৬৯ শতাংশ, ফু-ওয়াং ফুড ৮.০৪ শতাংশ, প্রিমিয়ার সিমেন্ট মিলস ৭.৯৫ শতাংশ, ওয়েস্টার্ন মেরিট শিপিইয়ার্ড ৭.৬৯ শতাংশ এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড ৭.৫১ শতাংশ শেয়ার দর বেড়েছে।