দর বাড়ার শীর্ষে যারা

দর বাড়ার শীর্ষে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৫টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩২ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৫ টাকা ২০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বড়েছে। এতে করে ফু-ওয়াং ফুড শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সোনারগাঁও টেক্সটাইল ১০ শতাংশ, দা ঢাকা ডায়িংয় ৯.৮৭ শতাংশ, খুলনা প্রিন্টিংয় ৯.৮৩ শতাংশ, ফু-ওয়াং সিরাামিক ৭.৭৮ শতাংশ, ইয়াকিন পলিমার ৯.৭১ শতাংশ, জেনারেশন নেক্সট ৯.৫৮ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড ৯.৩৫ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক ৯.১৬ শতাংশ এবং দেশবন্ধু পলিমার ৮.৮৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।