জেনিথ ফার্মার ন্যাপ্রোক্সেন প্লাস ঔষধ নিষিদ্ধ

মান বহির্ভূত ঔষধ উৎপাদন ও বাজারজাতকরনের দায়ে জেনিথ ফার্মানিউটিব্যালন লিসিটেড এর ন্যাপ্রোক্সেন প্লাস ৫০০+২০ ট্যাবলেট নিষিদ্ধ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ জুলাই, ২০২৩) অধিদপ্তর থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে ঔষধটি নিষিদ্ধ করা হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়, মান বহির্ভূত ঔষধ উৎপাদন ও বাজারজাতকরনের দায়ে ঔষধ) নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ৬(৪) ধারা মোতাবেক আপনাদের লাইসেন্সভূক্ত ঔষধ ন্যাপ্রোক্সেন প্লাস ৫০০+২০ ট্যাবলেট (ডিআর নং: ০৮০-১৫১-০৬৪) এর রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করা হলো। এতদ্ধারা রেজিস্ট্রেশন সাময়িক বাতিলকৃত ঔষধটি ন্যাপ্রোক্সেন প্লাস ৫০০+২০ ট্যাবলেট উৎপাদন, বাজারজাতকরন, সংরক্ষণ, বিতরণ ও বিক্রয় নিষিদ্ধ করা হলো।

এতে ঔষধটি জনস্বাস্থ্যে নিরাপত্তার জন্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দেয়া হয়।