দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

মূলধন বেড়েছে

সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টির দর বেড়েছে, ১৪৭টির দর কমেছে, ১৭৫টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাও টেক্সটাইলের ৯.৯১ শতাংশ, সাফকো স্পিনিংসের ৬.১৬ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৫.৫৫ শতাংশ, রহিমা ফুডের ৫.১২ শতাংশ, সি পার্ল হোটেলের ৪.৯২ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৪.৪৬ শতাংশ, মুন্নু এগ্রোর ৩.৮৬ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ২.৯৫ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.৬৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।