অলিম্পিক এক্সেসরিজ দর বৃদ্ধির শীর্ষে

অলিম্পিক এক্সেসরিজ

নিজস্ব প্রতিবেদক: বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৩টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১০ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১১ টাকা। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এতে করে অলিম্পিক এক্সেসরিজ শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স ৯.১৩ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৯ শতাংশ, নর্দান জুট ৮.৭৪ শতাংশ, জিকিউ বলপেন ৭.৮১ শতাংশ, রতনপুর স্টিল ৭.৬৯ শতাংশ, আজিজ পাইপস ৭.০৬ শতাংশ, ইয়াকিন পলিমার ৬.৭৪ শতাংশ, বিডি থাই ফুড ৪.৭৯ শতাংশ এবং খান ব্রাদার্স ৪.৭০ শতাংশ শেয়ার দর বেড়েছে।