সূচকের উত্থানেও লেনদেনে ভাটা

Financial data analysis graph showing stock market trends on a trading board. Horizontal composition with copy space and selective focus.

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চতুর্থ কর্মদিবসে মূল্য সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে ৭৮২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে গেল কর্মদিবেস থেকে ৩০৮ কোটি ৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৮৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৯ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৩৪ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।