বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক

কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৬৯টির দর কমেছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে প্রিমিয়ার ব্যাংকের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৪ টাকা ১০পয়সা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ১২ টাকা ৮০পয়সা। এর আগের সপ্তাহ থেকে দর কমেছে ১ টাকা ৩০পয়সা বা ৯.২২ শতাংশ। যার ফলে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক ৯.১৮ শতাংশ, ফার কেমিক্যাল ৮.৫৫ শতাংশ। যমুনা ব্যাংক ৭.৯৩ শতাংশ, মনোস্পুল পেপার ৭.৯৩ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ৭.১৯ শতাংশ, এপেক্স ফুডস ৬.৯৭ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৬.৫৯ শতাংশ, মুন্নু এগ্রো মেশিনারি ৬.৫৭ শতাংশ এবং জাহিন স্পিনিংয় ৪.৭৬ শতাংশ দর কমেছে।