ব্লকে ৪ কোম্পানির ৫৮ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেষ কর্মদিবসে ব্লক মার্কেটে মোট ৮৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১কোটি ৪৫ লাখ ৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৮ কোটি ৫৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে লেনদেন তালিকার র্শীষে রয়েছে এমারেল্ড অয়েল লিমিটেড। কোম্পানিটি ৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি ৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে। ফাইন ফুডস ৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো: অ্যাসোসিয়েটেড অক্সিজেন ১ কোটি ১৪ লাখ, অ্যাপেক্স ট্যানারি ৩ কোটি ৪১ লাখ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ১ কোটি ৪ লাখ, ফু-ওয়াং ফুড ১ কোটি ১৭ লাখ, লুব-রেফ বিডি ২ কোটি ৪৪ লাখ, নাভানা ফার্মা ১ কোটি ৫ লাখ, ন্যাশনাল ব্যাংক ২ কোটি ২০ লাখ, ন্যাশনাল পলিমার ১ কোটি ৪৪ লাখ, সী পার্ল বীচ ১ কোটি ৩০ লাখ, সামিট পাওয়ার ৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।