বিদায়ী সপ্তাহে দর বাড়ার শীর্ষে যারা

দর বাড়ার শীর্ষে

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১১৮টির দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে শুরুতে অ্যাপেক্স ফুডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৭ দশমিক ৭০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬৮কোটি ৮১ লাখ ১৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ৭৬ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সিমটেক্সের ২১.৯৪ শতাংশ, অগ্নি সিস্টেমের ১৮.২৯ শতাংশ, সুহ্নদ ইন্ডাষ্ট্রিজের ১৭.৮১ শতাংশ, অ্যাপেক্স স্পিনিংয়ের ১৭.৬০ শতাংশ, ইন্ট্রাকোর ১৭.০৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৬.০৭ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংকের ১৫.৪৪ শতাংশ দর বেড়েছে।