বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৪.৩২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে শেষ হয়েছে লেনদেন । তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৪.৩২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৯৫৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৪০৮ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৫৪৯ কোটি ১৫ হাজার ১০৬ টাকার বা ৬৪.৩২ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ০ দশমিক ০৫ শতাংশ বা ৩ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭২ পয়েন্টে অবস্থান করছে। আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১০ দশমিক ৩৯ পয়েন্ট কমে ২ হাজার ১৯৪ পয়েন্টে অবস্থান করছে। অপরদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৬৩ পয়েন্ট বা ৩৪ শতাংশ বেড়েছে।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৪০২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৪৭টির। আর ২২৬টির দাম ছিল অপরিবর্তিত।