দর বাড়ার শীর্ষে যারা

দর বাড়ার শীর্ষে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৪টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সিভিও পেট্রোকেমিক্যালের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৬৩ টাকা ৭০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৭৯ টাকা ৫০পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১৫টাকা ৮০ পয়সা বা ৯.৬৫ শতাংশ বড়েছে। এতে করে ইস্টার্ন কেবলস লিমিটেড শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৯.৬১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার ৯.১৮, ইস্টার্ন ক্যাবলস ৮.৭৫, এ্যাপেক্স ফুডস ৮.৭৫, পেপার প্রসেসিংয় ৮.৭০, মনোস্পুল পেপার ৮.৭০, ফারইস্ট নিটিংয় ৮.৩৭, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৭.৬০ এবং কহিনুর কেমিক্যালস ৭.১২ শতাংশ দর বেড়েছে।