সপ্তাহজুড়ে লেনদেনে বড় উত্থান শেয়ারবাজারে

গেলো সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১০৩.৩০ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ৯৯৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৭৫ কোটি ৩ লাখ ৬৭ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৫২৩ কোটি ৬৭ লাখ ১১ হাজার টাকার বা ১০৩.৩০ শতাংশ লেনদেন বেড়েছে। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে দশমিক ৭৩ শতাংশ বা ৪৫ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩.৫০ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৩৩টির। আর ২৩৮টির দাম ছিল অপরিবর্তিত।