তথ্য-প্রযুক্তি খাতে ৯০ শতাংশ কোম্পানির মুনাফা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তারিকাভুক্ত ২০টি খাতের মধ্যে তথ্য ও প্রযুক্তি খাত একটি। এই খাতে মোট তালিকাভুক্ত রয়েছে ১১টি কোম্পানি। এই ১১টি কোম্পানির মধ্যে ১০টি কোম্পানি দুই প্রান্তিক বা ছয় মাসের (জুলাই-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

এরমধ্যে ৯টি কোম্পানি বা ৯০ শতাংশের মুনাফা বেড়েছে। একটি কোম্পানি বা ১০ শতাংশের মুনাফা কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মুনাফা বৃদ্ধি পাওয়া এই নয় কোম্পানির মধ্যে সর্বোচ্চ ১৬১ শতাংশ থেকে সর্বনিন্ম আড়াই শতাংশ মুনাফা বেড়েছে। এই নয় কোম্পানির মধ্যে রয়েছে আমরা নেটওয়ার্ক, ইনফরমেশন সার্ভিসেস, অগ্নি সিস্টেমস, ডেফোডিল কম্পিউটার, জেনেক্স ইনফোসিস, ই-জেনারেশন, ইনফর্মেশন সার্ভিসেস, বিডিকম অনলাইন এবং এডিএন টেলিকম লিমিটেড।