জাপানে বিএসইসির রোড শো

জাপানের রাজধানী টোকিওতে শুরু হয়েছে বাংলাদেশের বিনিয়োগ সম্মেলন ‘ দ্যা রাইজ অব বেঙ্গল টাইগার: ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ বিটুইন বাংলাদেশ অ্যান্ড জাপান’।

ষষ্ঠ দফায় এই রোড শো আয়োজন করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (২৭ এপ্রিল, ২০২৩) সকালে টোকিওর ওয়েস্টিন হোটেলে এই সম্মেলন শুরু হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রথমবারের মতো দুবাইয়ে রোড শোর আয়োজন করে বিএসইসি। এরপর আরও পাঁচটি দেশের ১০টি শহরে রোড শো ও বিনিয়োগ সম্মেলন করেছে বিএসইসি। বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকর্ষণে রোড শোতে বিএসইসির সঙ্গে আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং সহযোগিতা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জাপানের রোড শোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও উপস্থিত আছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ বিএসইসির প্রতিনিধিরা।

রোড শোতে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারের বিনিয়োগবান্ধব নীতি, পুঁজিবাজার ও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং এফডিআই-বিষয়ক নানা তথ্য-উপাত্ত তুলে ধরা হবে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীরা কীভাবে পুঁজিবাজারে সরাসরি বিনিয়োগ করবেন, তার কৌশল ও সার্বিক নিরাপত্তার বিষয় তুলে ধরা হবে।

জাপানে রোড় শো’র আগে প্রথম দফায় দুবাইতে, দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রে, তৃতীয় দফায় সুইজারল্যান্ড, চতুর্থ দফায় যুক্তরাজ্য ও পঞ্চম দফায় কাতারে রোড শো সম্পন্ন করেছে বিএসইসি। এ ছাড়া সিঙ্গাপুর, জার্মানি, কানাডা, রাশিয়া, ইতালি, হংকং, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে রোড শো আয়োজনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানা যায়।