দর কমেছে যেসব কোম্পানির

দর পতনের শীর্ষ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৭১টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৭ টাকা ৫০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৬ টাকা ৮০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ৪ শতাংশ কমেছে। এতে করে ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বিডিকম অনলাইন ৩.৯৪ শতাংশ, জেএমআই হসপিটাল ৩.৭৪, পেপার প্রসেসিংয় ৩.৪৫, নাভানা ফার্মা ৩.২০, ইস্টার্ন হাউজিংয় ৩.০৬, এ্যাপেক্স ফুটওয়্যার ৩.০৪, বিডি থাই ফুড ২.৯৮, মুন্নু এগ্রো ২.৯০ এবং এম্বি ফার্মা ২.৮৬ শতাংশ দর কমেছে।