দর কমেছে যেসব কোম্পানির

কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বেঙ্গল উইন্ডস্বর থার্মোপ্লাস্টিকসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৯ টাকা ২০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৯ টাকা ২০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ১.৬৮ শতাংশ কমেছে। এতে করে বেঙ্গল উইন্ডস্বর থার্মোপ্লাস্টিকস শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ওরিয়ন ইনফিউশন ১.৩৭ শতাংশ, ডেল্টা লাইফ ইন্সুরেন্স ১.২৪, জুট স্পিনার্স ১.২৩, ওয়াইম্যাক্স ১.২১,রতনপুর স্টিল ১.২১, ইউনিয়ন ইন্সুরেন্স ১.১৭, হাওয়েল টেক্সটাইলস ১.০৪, মার্কেন্টাইল ব্যাংক ০.৭২ এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স ০.৬৮ শতাংশ দর কমেছে।