শেয়ারবাজার নিয়ে লংকাবাংলা সিকিউরিটিজের আলোচনা সভা অনুষ্ঠিত

উদ্ভাবনীয় ও আধুনিক প্রযুক্তির সহায়তায়, সামগ্রিক শেয়ারবাজারকে সফলতার সাথে দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড।

যার ধারাবাহিকতায় শেয়ারবাজারে বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে (১৯ মার্চ) যশোর অঞ্চলে উন্মুক্ত আলোচনা সভা আয়োজন করেছে লংকাবাংলা সিকিউরিটিজ’র যশোর ডিজিটাল বুথ। যেখানে শেয়ারবাজার সংক্রান্ত বহুদিক নিয়ে একটি উন্মুক্ত আলোচনা হয়েছে।

লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ভবিষ্যতে দেশজুড়ে এরূপ আয়োজন ও উদ্যোগের মাধ্যমে, শেয়ারবাজারের উন্নতি লক্ষ্যে লংকাবাংলা সিকিউরিটিজ বদ্ধপরিকর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফ্ফাত রেজা, আঞ্চলিক প্রধান, যশোর ডিজিটাল বুথ এর ম্যানেজার আহসান হাবিব সোহাগ ও অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং যশোরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।