মেয়াদ বাড়ল মার্চেন্ট ব্যাংক প্রভিশনিংয়ের

বিএসইসির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্রোকার, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট ডিলারে বিনিয়োগের প্রভিশন মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে। শেয়ারবাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৫ মার্চ) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কমিশনের ৮৫৯তম সভায় বর্তমান শেয়ারবাজারে পরিস্থিতি বিবেচনায় এবং শেয়ারবাজারের উন্নয়নের স্বার্থে বিএসইসির নির্দেশনা নং-এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১৯৬ তারিখ ২৮ ডিসেম্বর ২০১৬ এর নির্দেশনা (১) এর ক) এবং ২)এর ক) এর মাধ্যমে স্টক ডিলার হিসাবে এবং মাচেন্ট ব্যাংকের নিজস্ব পোর্টফোলিওতে পুনঃমূল্যায়ন জনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিত প্রভিশন সংক্রান্ত ঐচ্ছিক সুবিধার মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।