গেল সপ্তাহের দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসী ফুটওয়্যার

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১৫৩টির দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে লিগ্যাসী ফুটওয়্যারের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪০ টাকা ৮০ পয়সা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৯ টাকা ৯০ পয়সা। এর আগের সপ্তাহ থেকে দর বেড়েছে ৯ টাকা ১০ পয়সা বা ২২.৩০ শতাংশ। যার ফলে লিগ্যাসী ফুটওয়্যার ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: এডিএন টেলিকম ১৮.০৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয় ১৬.৫৪ শতাংশ, সী পার্ল রিসোর্ট ১৬.৩২ শতাংশ, সিটি জেনারেল ১৫.৬৪ শতাংশ, বিডি কম ১২.৬৬ শতাংশ, ইনটেক ১২.৫৬ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ১১.৯৪ শতাংশ, ডমিনেজ স্টিল ১০.৪৯ শতাংশ এবং বসুন্ধরা পেপার ১০.৩৮ শতাংশ দর বেড়েছে।