ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই

নিউজ ডেস্ক: রাজধানীর তুরাগ এলাকায় এটিএম মেশিনে টাকা রিফিল করতে যাওয়ার পথে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর তুরাগ এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, সিকিউরিটি কোম্পানির একটি গাড়িতে ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি পঁচিশ লাখ টাকা ওই ব্যাংকের সাভার ইপিজেড বুথে নিয়ে যাওয়া হচ্ছিল। উত্তরা ১১ নম্বর সেক্টরের ব্রিজের পাশে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে সে টাকা ছিনিয়ে নেয় বলে আমরা অভিযোগ পেয়েছি।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে আমরা কাজ শুরু করেছি। আমরা অপরাধীদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা করছি।