এক বছর ব্যবহার করা যাবে না গুলিস্তানে বিস্ফোরিত ভবনটি

নিউজ ডেস্ক: গুলিস্তানে বিস্ফোরিত হওয়া ভবনটি কমপক্ষে এক বছর ব্যবহার করা যাবে না। এক বছরের ভিতর কোনো বিশেষজ্ঞ তৃতীয় পক্ষ দিয়ে মেরামতের চেষ্টা করা হবে। তারপর সিদ্ধান্ত দেয়া হবে যে ভবন ব্যবহার করা যাবে নাকি ভেঙে ফেলতে হবে।

বুধবার (৮ মার্চ) পরিদর্শন শেষে রাজউকের তদন্ত দল এই তথ্য জানায়।

এছাড়াও ভবনটি নির্মাণে রাজউকের অনুমোদন নেয়া হয়েছে কিনা সে ধরনের কোনো নথি এখনো পাওয়া যায়নি। তদন্তকারী দল জানায়, রাজউক গঠনের আগেই ভবনটি নির্মাণ করা হয়েছে। এখনই বলা যাচ্ছে না ভবনটি বৈধ কিনা।