প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে কনফিডেন্স সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের পরিচালনা বোর্ড প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১৫০ কোটি টাকার কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এছাড়া কোম্পানির বোর্ড অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১০০ কোটি টাকা থেকে ৩৫০ কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে।

কোম্পানি প্রতিটি ১০ টাকায় শেয়ার ইস্যুর মাধ্যমে ২০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। কনফিডেন্স সিমেন্ট বিনিয়োগকারীদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। কোম্পানিটির ইজিএম আগামী ৪ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ ১৩ মার্চ নির্ধারণ করা হয়েছে।