আবারও যুক্তরাষ্ট্রের আকাশে ‘রহস্যময়’ বস্তু

আর্ন্তজাতিক ডেস্ক: বেলুন এর পর আবার যুক্তরাষ্ট্রের আকাশে উড়তে দেখা যায় থাকা ‘রহস্যময়’ একটি বস্তু। দেখার পর ‘রহস্যময়’ বস্তুটিকে ভূপাতিত করেছে দেশটির বিমানবাহিনী।

শুক্রবার দেশটির সর্বউত্তরের অঙ্গরাজ্য আলাস্কার আকাশে উড়তে থাকা বস্তুটিকে মার্কিন বিমানবাহিনী গুলি করে নামিয়েছে বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের হোয়াইট হাউস প্রতিনিধি ও মুখপাত্র জন কিরবি।

শনিবার মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউসে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে বস্তুটি ছিল ছোট তবে বস্তুটি ঠিক কী ছিল— সে সম্পর্কে কিছু ভেঙে বলেননি কিরবি। তেমনি কোথা থেকে এবং সম্ভাব্য কোন উদ্দেশ্যে এটি এসেছিল— সেই ইঙ্গিতও দেননি তিনি।

‘বস্তুটি ৪০ হাজার ফুট ওপর দিয়ে উড়ছিল, তাই উড়োজাহাজ চলাচলে ঝুঁকি বিবেচনায় সেটি ভূপাতিত করা হয়েছে।’