দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম র্কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪২টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে ইনটেক লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৮ টাকা ৮০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৪ টাকা ১০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ১৬.৩১ শতাংশ কমেছে। এতে করে ইনটেক লিমিটেড শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: ওরিয়ন ইনফিউশন ৩.৬৬ শতাংশ, মেট্রো স্পিনিংয় ৩.৬৫ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্স ৩.২২ শতাংশ, সি পার্ল বীচ ৩.০৬ শতাংশ, এশিয়া ইন্সুরেন্স ২.৬৬ শতাংশ, রিলায়ান্স ইন্সুরেন্স ২.৪০ শতাংশ, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স ২.১৯ শতাংশ, ফরেস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স ১.৯৪ শতাংশ এবং এ্যাপেক্স ফুডস ০.৯৯ শতাংশ এবং পাইওনির ইন্সুরেন্স ১.৯৪ শতাংশ দর কমেছে।