দর বেড়েছ যেসব কোম্পানির

সূচকের বড় উত্থানে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১১০টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সেন্ট্রাল ফার্মা সিউটিক্যালসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১১ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১২ টাকা ২০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৯০ শতাংশ বড়েছে। এতে করে সেন্ট্রাল ফার্মা সিউটিক্যালস শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: দেশবন্ধু পলিমার ৯.৫২ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১- ৯.৩৭ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ৯.২৫ শতাংশ, উইমেক্স ইলেট্রোড ৮.৭৭ শতাংশ, ইয়াকিন পলিমার ৮.৫২ শতাংশ, ইন্দো বাংলা ফার্মা ৮.০৬ শতাংশ, হামিদ ফেব্রিকস ৬.৬৩ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টস ৬.২৪ শতাংশ এবং প্যাসিপিক ডিনিমস ৬.০৬ শতাংশ দর বেড়েছে।