দর বেড়েছে যেসব কোম্পানির

সূচকের বড় উত্থানে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৪০টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে প্রগতি লাইফ ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৩০ টাকা ৯০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৪০ টাকা ৭০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৮০ পয়সা বা ৭.৪৮ শতাংশ বড়েছে। এতে করে প্রগতি লাইফ ইন্সুরেন্স শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সি পার্ল বিচ রিসোর্ট ৫.৪০ শতাংশ, জেএমআই হসপিটাল ৪.৯৩ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৩.৫৮ শতাংশ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট ৩.৫৭ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্স ৩.২১ শতাংশ, মেট্রো স্পিনিংয় ৩.০৩ শতাংশ, বসুন্ধরা পেপার মিলস ২.৭৫ শতাংশ, এডিএন টেলিকম ২.৭৪ শতাংশ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২.৬৫ শতাংশ দর বেড়েছে।