ইউসিবি বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি

ইউসিবি স্টক ব্রোকারেজ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ১০০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুল্লি রিডেম্বল সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। প্রাইভেট প্লেসমেন্টে এই বন্ড ইস্যু করবে কোম্পানিটি। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ব্যাংকটির মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে।