খেরসনে বিমান হামলায় নিহত ১০

সিরিয়া বিমান হামলা

রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী।

এতে কমপক্ষে ১০ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আগে শনিবার (২৪ ডিসেম্বর) সকালে এ হামলায় চালানো হয়।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, রুশ খেরসন শহরের আবাসিক ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইটবার্তায় বলেন, ওই এলাকায় কোনো সামরিক স্থাপনা নেই। রাশিয়া ইচ্ছে করে বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করেছে।

যদিও রাশিয়া প্রথম থেকেই দাবি করছে, তারা ইউক্রেনের বেসামরিক স্থাপনায় অভিযান অথবা হামলা চালাচ্ছে না। সামরিক স্থাপনাকে লক্ষ্য করেই অভিযান চলছে। এ ছাড়া খেরসনে হামলার কথাও অস্বীকার করেছে মস্কো। রাশিয়ার দাবি— এ হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনীয় কর্তৃপক্ষ্যের দাবি, রাশিয়া খেরসনের ফ্রিডম স্কয়ারের একটি সুপার মার্কেটের পাশে রকেট হামলা চালিয়েছে।

সূত্র:খবর রয়টার্সের।