বিদায়ী সপ্তাহে শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

share up

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার হাতবদলের শীর্ষে মুন্নু সিরামিক।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১ লাখ ৬১ হাজার ১১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৮ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.২৬ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো সিএনজি সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৯১ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ৬৫ লাখ ১৭ হাজার টাকা।

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৫ লাখ ১১ হাজার ২৯২টি শেয়ার লেনদেন হয়েছে।যার বাজার মূল্য ৫৮ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো: মুন্নু এগ্রো মেশিনারির ৫৩ কোটি ৯ লাখ ৬৮ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৪৯ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৪০ কোটি ৭৫ লাখ ১৯ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৩৯ কোটি ৬৯ লাখ ৩৪ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৩৭ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার টাকার, এপেক্স ফুডসের ৩২ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার টাকার, জেমিনি সী ফুডের ১৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।