দর কমেছে যেসব কোম্পানির

কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৯টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে ইন্ট্রাকো সিএনজির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৪৬ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৩ টাকা ৮০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৪.৭৮ শতাংশ কমেছে। এতে করে ইন্ট্রাকো সিএনজি শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: পেপার প্রসেসিংয় ৩.৪৫ শতাংশ, সোনালী আঁশ ৩.৪৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্স ৩.১৩ শতাংশ, জেমিনি সী ফুড ২.৮৫ শতাংশ, কেডিএস এক্সেসরিজ ২.৮৩ শতাংশ, আমরা নেট ২.৬০ শতাংশ, সিনোবাংলা ২.৪৮ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স ২.৩১ শতাংশ এবং জেএমআই সিরিঞ্জ ২.০৯ শতাংশ দর কমেছে।