জাপানে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট স্থগিত

ইনভেস্টমেন্ট সামিট

দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ আনতে অনুষ্ঠিত হতে যাওয়া জাপানে “বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট” স্থগিত করা হয়েছে। দুইদিন ব্যাপী এই আয়োজন আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিলো।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর,২০২২) এই রোড শো স্থগিত করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। জাপানের রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন সমসাময়িক কারণে এই রোড শো স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

“বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট” নামক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

উল্লেখ্য, এই বছরের সেপ্টেম্বর মাসে রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসি ভবনে ঢাকায় জাপান দূতাবাস, বিডা ও বিএসইসির প্রতিনিধি দলের মধ্যে এ -সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় বৈঠক হয়। যে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম। মূলত তখনই জাপানে রোড শোর বিষয়টি আলোচনায় আসে। তখনই মূলত সিদ্ধান্ত হয় দেশের শেয়ারবাজারের ব্যাপ্তি বাড়ানো এবং প্রবাসীদের বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নিয়ে আগামী নভেম্বরের শেষ দিকে রোড শো আয়োজন হবে।