মার্কিন জাতীয় নির্বাচনে রেকর্ডসংখ্যক মুসলিম প্রার্থীর জয়

আর্ন্তজাতিক ডেস্ক: রেকর্ডসংখ্যক ৮২ মুসলিম প্রার্থী জয়লাভ করেছেন এবারের মার্কিন জাতীয় নির্বাচনে। এর মধ্যে প্রথমবারের মতো একজন মুসলিম সিনেটরও নির্বাচিত হয়েছেন। এবারের মধ্যবর্তী নির্বাচনে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন তুরস্ক বংশোদ্ভূত পেনসিলভানিয়ার সিনেটর প্রার্থী ডা. মেহমেদ (মোহাম্মদ) ওজ।

যুক্তরাষ্ট্রে এ যাবৎকালে মোট পাঁচজন আরব সিনেটরের দায়িত্ব পালন করলেও এ পর্যন্ত কোনো মুসলিম সিনেটর নির্বাচিত হতে পারেননি। যে পাঁচজন আরব সিনেটর হয়েছেন, তাদের সবাই লেবানন বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এদের মধ্যে একজন আবার লেবানন ও ফিলিস্তিনের দ্বৈত নাগরিক। কিন্তু তারা সবাই নন-মুসলিম ছিলেন।

সূত্র: খবর দ্য টাইমসের।